মির্জাপুর ইউনিয়নের শান্তিধাম বিহার
চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার অন্তর্গত মির্জাপুর একটি প্রাচীন বৌদ্ধপল্লী, মির্জাপুর শান্তিধাম বিহার ও অঞ্চলের সুপ্রাচীন ঐতিহ্যবাহী বৌদ্ধমন্দির । মির্জাপুর গ্রামের আদি পুরুষ ছিলেন ধুম্বুরু । ইনি চট্টগ্রাম শহরের মগবাজার থেকে এসে এখানে বসতি স্থাপন করেন । আনুমানিক পঞ্চাদশ শতাকে ধুম্বুরু বর্তমান ছিলেন । তাঁর নবম পুরুষেরা একনো মির্জাপুরে রয়েছেন । মির্জাপুরের বুলবুলী পাড়ার ধুম্বুরু পুনি (পুকুর) এখনো তার স্মৃতি বহন করছে । পরবর্তী প্রজন্মের হাতে মির্জাপুর এ বৌদ্ধমন্দিরটি প্রতিষ্ঠিত হয় । আনুমানিক শায়েস্তা খানের আমলকেই এই মন্দিরের প্রতিষ্ঠাকাল বলে গণ্য করা হয় । এই শান্তিধাম বিহারের অন্যতম সম্পদ পাগলা গোঁসাই ।ধুম্বুরুর পুত্র হোয়াঝাড়া । হোয়াঝাড়া পুত্র ক্ষমানন্দের স্বপ্নে প্রাপ্ত পাগলা গোঁসাই । ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ এই পাগলা গোঁসাই দর্শনে আসেন ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস