০৩নং মিজার্পুর ইউনিয়ন
অবস্থানঃ চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার সদর কার্যালয় হতে ৬ (ছয়)কিঃ মিঃ উত্তরে অবিস্থত।
আয়তন | মৌজার সংখ্যা | মৌজার নাম | মোট জন সংখ্যা |
১৭ বর্গ কিলোমিটার। | ৮ | মিজার্পুর, হাসিম নগর, চারিয়া, উত্তর পাহাড়তলী, জঙ্গল উত্তর পাহাড়তলী, জঙ্গল চারিয়া, ছনখোলা, আন্দর ঘোনা।
| ৫৩,৮৩০ জন। |
আয়তনঃ ১৭ বর্গ কিলোমিটার।
লোক সংখ্যাঃ ৫৩,৫৩০ জন।
পুরুষঃ ২৮,৬৯৩ জন।
মহিলাঃ ২৫,১৩৭ জন।
শিক্ষিত লোকের হারঃ ৪৩%
পরিবারের সংখ্যাঃ ৭,৪৫৩টি।
গ্রামের সংখ্যাঃ ৩টি।
মিজার্পুর, হাসিম নগর, চারিয়া।
মহল্লা = ৯০ টি।
মসজিদ = ৬৩ টি।
মাদ্রাসা = ০৬ টি।
এবাদতখানা = ০৫ টি।
মন্দির = ১১ টি।
পুকুর = ১৫৩ টি।
দিঘী = ৫ টি।
রাস্তা = ৪৭ সরকারী।
কবর স্থান = ২৫ টি।
শশ্মানের সংখ্যা = ৯ টি।
স্বাস্থ্য কেন্দ্র
১) মিজার্পুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র।, মির্জাপুর ০৩নং ওয়ার্ড, হাহটাজারী, চট্টগ্রাম।
২) মির্জাপুর উত্তর পাহাড়তলী কমিউনিটি ক্লিনিক, মির্জাপুর ০১ নং ওয়ার্ড, হাটহাজারী, চট্টগ্রাম।
৩) মির্জাপুর কালাবাদশা পাড়া (ইউনুছ হাজী) কমিউনিটি ক্লিনিক, মির্জাপুর ০৫নং ওয়ার্ড, হাটহাজারী, চট্টগ্রাম।
৪) চারিয়া হাজী সোলাইমান কমিউনিটি ক্লিনিক, চারিয়া ০৬নং ওয়ার্ড, হাটহাজারী, চট্টগ্রাম।
৫) চারিয়া (আচার্য্য পাড়া)কমিউনিটি ক্লিনিক, চারিয়া ০৭নং ওয়ার্ড, হাটহাজারী, চট্টগ্রাম।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস