৩ নং মির্জাপুর হাটহাজারীর বড় ইউনিয়নের মধ্যে অন্যতম । মির্জা ফার্সী শব্দ । হইা আমীর জাদাহ উপাদী ।এর অর্থ আমীর এর সন্তান । ফার্সীতে রাজ পুরুষদের কে আমীর এবং বিশিষ্ট অভিজাত পরিবারের সন্তানকে মীর জাদা বা মির্জা বলা হয় । হাটাহাজারীর মির্জাপুর মির্জা আমীর আলীর প্রতিষ্ঠা করেন। মির্জাপুর মির্জা বংশের স্মৃতি বহন করেছে। ১৯৭৪ সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুারো এর মতে হাসিম নগর মির্জাপুর ও চারিয়া মেীজা নিয়ে মির্জাপুর ইউনিয়ন গঠিত । ১৯৮৯ সনের পরিসংখ্যান ব্যুরো মোতাঊেশ এবং বর্তমানে আন্দরঘোনা ,চারিয়া, ছনখোলা , হাসিম নগর, জঙ্গল চারিয়া , জঙ্গল উত্তর পাহাড়তলী , মির্জাপুর ও উত্তর পাহাড়তলী মৌজা নিয়ে মির্জাপুর ইউনিয়ন গঠিত। এই ইউনিয়নের লোক সংখ্যা ৩৬,৭১৬। পুরম্নষ ১৮৫৩১, মহিলা ১৮১৮৫, ইউনিয়নের মোট আয়তন ২৬.১২ বর্গ কিলোমিটার। পাহাড় ভূমি ১০২৫.১১ হেক্টর , লোকসংখ্যার ঘনত্ব প্রতিকিলোমিটার ১৪০৬ । শিক্ষার হার ৪০%।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস