Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
শান্তিধাম বিহার
Details

মির্জাপুর ইউনিয়নের শান্তিধাম বিহার

চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার অন্তর্গত মির্জাপুর একটি প্রাচীন বৌদ্ধপল্লী, মির্জাপুর শান্তিধাম বিহার ও অঞ্চলের সুপ্রাচীন ঐতিহ্যবাহী বৌদ্ধমন্দির । মির্জাপুর গ্রামের আদি পুরুষ ছিলেন ধুম্বুরু । ইনি চট্টগ্রাম শহরের মগবাজার থেকে এসে এখানে বসতি স্থাপন করেন । আনুমানিক পঞ্চাদশ শতাকে ধুম্বুরু বর্তমান ছিলেন । তাঁর নবম পুরুষেরা একনো মির্জাপুরে রয়েছেন । মির্জাপুরের বুলবুলী পাড়ার ধুম্বুরু পুনি (পুকুর) এখনো তার স্মৃতি বহন করছে । পরবর্তী প্রজন্মের হাতে মির্জাপুর এ বৌদ্ধমন্দিরটি প্রতিষ্ঠিত হয় । আনুমানিক শায়েস্তা খানের আমলকেই এই মন্দিরের প্রতিষ্ঠাকাল বলে গণ্য করা হয় । এই শান্তিধাম বিহারের অন্যতম সম্পদ পাগলা গোঁসাই ।ধুম্বুরুর পুত্র হোয়াঝাড়া । হোয়াঝাড়া পুত্র ক্ষমানন্দের স্বপ্নে প্রাপ্ত পাগলা গোঁসাই । ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ এই পাগলা গোঁসাই দর্শনে আসেন ।